ইমু পাইকগাছা পৌর সদরের বাতিখালী গ্রামের পরিবার পরিকল্পনা বিভাগের প্রাক্তন উপ-পরিচালক ডাঃ মোড়ল ইয়াকুব আলীর ছেলে। ইমু ঢাকার একটি বেসরকারী হসপিটালে কর্মরত রয়েছে। ঘটনার দিন রোববার রাতে বাসযোগে বাড়ী ফেরার পথে আরিচা ফেরী ঘাটে পৌছানোর পর অজ্ঞান পার্টির লোকেরা তাকে চেতনাশক মেশানো খাবার খাইয়ে দেয়, পরে সে অচেতন হয়ে পড়লে অজ্ঞান পার্টির লোকেরা তার কাছে থাকা মোবাইল ও নগদ অর্থ হাতিয়ে নেয়।
সকালে অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং দুপুর পর্যন্ত সে অচেতন ছিল বলে তার পিতা ইয়াকুব আলী জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(10)