শতশত হত-দরিদ্র পরিবারের রুগীরা এ চিকিৎসা সেবা গ্রহন করে।
সরেজমিনে দেখাযায়, প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শতাধিক মানুষ গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবা কেন্দ্রের চিকিৎসা সেবা নেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছে। ডাক্তার রজত কিশোর সিন্হা, ডাক্তার রসময় দাস, ডাক্তার লিপিকা মন্ডল একের পর এক রুগী দেখেই চলেছেন।
ভ্রাম্যমান ক্লিনিকে এত মানুষের ভীড় কেন জানতে চাইলে, এর উত্তরে লাইনে দাঁড়িয়ে থাকা সুজাতা দাশ,দুলালী মন্ডল, গনেশ মন্ডল, দীপিকা অধিকারী বলছিলেন, প্রায় একমাস প্রচুর বৃষ্টি, চারিদিকে পানিতে ভরে গেছে। মানুষ জ্বর, শর্দি-কাশি,ডায়েরিয়া আমাশয় সহ নানা ব্যাধিতে ভ’গতেছে।
এদিকে বাজুয়া এলাকার ৫টি ইউনিয়নে কোনো ভাল ডাক্তার নেই তাই ভ্রাম্যমান ক্লিনিকের খবর পেয়ে অনেক মানুষ ভাল এবং ফ্রি চিকিৎসা নিতে এসেছে।
এখানে লক্ষ্য করা যায় অতি সাধারণ রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিটি রূগীর ব্যবস্থাপত্র অনুযায়ী বিনা পয়সায় প্রয়োজনীয় ঔষধ দেওয়া হচ্ছে।
ম্যানেজার উত্তম দাশ বলেন, এরপর প্রতি দু’মাস অন্তর ভ্রাম্যমান ক্লিনিকের সেবা দেওয়া হবে।প্রসঙ্গত উল্লেখ্য, দলিত দাকোপের বাজুয়া এবং বানীশান্তা ইউনিয়নে সমাজের অবহেলিত নিম্ন বর্নের মানুষদের নিয়ে কাজ করছে। ভ্রাম্যমান ক্লিনিকের কাজ পরিদর্শনে আসেন দলিতের নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার দাশ। তাঁর সাথে ছিলেন,সহ-পরিচালক বাসন্তিলতা দাশ,শিক্ষা অফিসার ধরা দেবি দাশ ও সহকারী ম্যানেজার স্বাস্থ্য
-শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ,খুলনা
(5)