চলতি আমন মৌসুমে সাতক্ষীরার তালা উপজেলার আটারই ব্লকে উন্নত জাতের উফশী ধান চাষ করে বাম্পার ফলন পেয়েছে কৃষকরা। উপজেলা কৃষি অফিস ও বেসরকারি সংস্থা ব্র্যাক’র সহযোগীতায়, চলতি আমন মৌসুমে তালার আটারই ব্লকে উন্নত জাতের ব্রিধান-৪৯ চাষ হয়। এই ধান’র আনুষ্ঠানিক কর্তন উপলক্ষ্যে ব্র্যাকের শস্য কর্তন ও মাঠ দিবস সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক তালা শাখার সিনিয়র ম্যানেজার কল্যাণ হালদার’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা সদর মডেল ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলী আহম্মদ ও সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান। ব্র্যাক কর্মী তাপস কুমার ঢালী’র পরিচালনায়, সভায় অন্যান্যের মধ্যে ব্র্যাক কর্মী প্রদ্যুৎ কুমার ঢালী, নুরুল হুদা ও আনোয়ার হোসেন প্রমুখ বক্তৃতা করেন। মাঠ দিবস সভায়, ব্র্যাকের সহযোগীতায় রোপনকৃত ব্রিধান-৪৯ এর প্রকাশ্যে কর্তন এবং ঝাড়াই-মাড়াই করে একর প্রতি ৬৬মন ধান উৎপাদনের তথ্য পাওয়া যায়। ব্র্যাক তালা শাখার সিনিয়র ম্যানেজার কল্যাণ হালদার জানান, ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায়, ব্র্যাক কৃষকদের কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত সৃষ্ট সমস্যা মোকাবেলার জন্য এলাকা উপযোগী শস্য বিন্যাস তৈরি, শস্যর বহুমূখীকরন, পরিবেশ বান্ধব টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারন, কৃষকদের মাঝে সচেতনতামূলক জ্ঞান বৃদ্ধির জন্য নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের সাথে সমন্বয় করে ব্র্যাক এই প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষন দিয়ে সংশ্লিষ্ট ফসল চাষের উপর দক্ষ করে তোলে। ব্র্যাক তালা শাখার কর্মীদের সার্বিক তত্ত্বাবধানে তালা উপজেলার আটারই ব্লকের কৃষকরা অল্প বয়সের ধানের চারা রোপন করে। এছাড়া ধানক্ষেতে সঠিক মাত্রায় সার, কীটনাশক প্রয়োগ এবং লোগো ও পার্সিং ব্যবহার করায় আটারই ব্লকে ধানের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় কৃষক আব্দুল হালিম ও মো. রিয়াজুল ইসলাম জানান, চলতি আমন মৌসুমে আটারই ব্লকে বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগীতায় উন্নত জাতের ব্রিধান-৪৯ চাষ করা হয়। চাষকৃত ধান কেটে এবার একর প্রতি ৬৬ মন ধান পাওয়া গেছে। পূর্বে আমন মৌসুমে দেশীয় জাতের ধান চাষ করে সর্বচ্চো ৪২মন ধান পাওয়া যেত। ধানের এই বাম্পার ফলন হওয়ায় কৃষকরা অধিক লাভবান হয়েছে। এছাড়া উফশী ধান স্বল্প আয়ুর হওয়ায় ধান কাটার পর একই জমিতে সরিষা চাষ করার সুযোগ হয়েছে। এতে করে অধিক লাভজনক হওয়ায় এলাকার কৃষকরা ব্রিধান-৪৯ চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছে। তালা সদর ইউপি চেয়ারম্যান, সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম বলেন, চলতি আমন মৌসুমে ব্র্যাকের সার্বিক সহযোগীতায় কৃষকরা ব্রিধান-৪৯ চাষ করে একর প্রতি ৬৬ মন ধান উৎপাদন করেছে। এছাড়া ধান কাটার পর একই জমিতে সরিষা চাষ করার সুযোগ পাওয়ায়Ñ কৃষকরা এবার অধিক লাভবান হয়েছে। তিনি বলেন, আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাষাবাদকে কৃষকের জন্য লাভবান করে তুলতে হবে। এজন্য অল্প জমিতে একাধিক ফসল চাষসহ অধিক ফলন উৎপাদন নিশ্চিত করতে হবে। এজন্য তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং উন্নত উফশী ধান আবাদে এগিয়ে আসার জন্য সকল কৃষকদের আহবান জানান।