নগরীর সোনাডাঙ্গাস্থ তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল(ডিগ্রী) মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মনসুর আহমাদ স্মরনে দোয়া মাহফিল গতকাল শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত হয়।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তা’লীমুল মিল্লাত মাদরাসা মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন, মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা আবু নসর মুহাম্মদ আব্দুল কুদ্দুস। এসময় মাদরাসা পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা দাতা সদস্য আলহাজ্ব এমদাদুল হক খালাসী, মরহুমের ছেলে মাহমুদুল হাসান কায়কোবাদ ও আসাদুল্লাহ আল গালিবসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, এলাকার গন্যমান ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন এবং শুভাকাংখীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, মরহুম মাওলানা মনসুর আহমদ ছিলেন একাধারে মাদরাসা ও সাধারণ শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রীধারী একজন গুনী শিক্ষক। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের জন্মগ্রহণ শেষে মল্লিকেরবেড় সিনিয়র মাদরাসা, নোয়াখালীর টুমচর সিনিয়র মাদরাসা এবং খুলনা আলিয়া মাদরাসা থেকে যেমন স্কলারশিপ নিয়ে পর্যায়ক্রমে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পাশ করেন তেমনি ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়, কুমিল্লা নওয়াব ফয়জুন্নেছা মহাবিদ্যালয়, বাগেরহাট পিসি কলেজ ও খুলনা টিটি কলেজ থেকে যথাক্রমে এসএসসি, এইচএসসি, ডিগ্রী এবং বিএড পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রী লাভের পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদী আরবের মদীনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পান। সেখান থেকে দেশে ফিরে মোড়েলগঞ্জ টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে ১৯৮৬ সালে তা’লীমুল মিল্লাত মাদরাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ২০০৯ সালে এ মাদরাসা থেকেই সাফল্যের সাথে কর্মজীবন শেষ করেন। মাদরাসা ও সাধারণ শিক্ষার পাশাপাশি মাওলানা মনসুর আহমাদ হোমিও প্যাথিক বোর্ড থেকেও রেজিষ্ট্রেশন গ্রহণ করে দু:স্থ স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখেন। এমন একজন ব্যক্তির মৃত্যুতে দেশবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।
তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল(ডিগ্রী) মাদরাসা মসজিদ ছাড়াও সোনাডাঙ্গা আবাসিক এলাকার বায়তুল মোকাররম জামে মসজিদ, দ্বিতীয় ও তৃতীয় ফেজের জামে মসজিদ, হাসানবাগ জামে মসজিদ, গোবরচাকা শাহীনুর জামে মসজিদ, বয়রা খা বাড়ি জামে মসজিদ, নিরালা তাবলীগ মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
//এইচ এম আলাউদ্দিন, খুলনা
(1)