অনিয়মের অভিযোগে, দেশের বিভিন্ন স্থানে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ও বাতিল করা হয়েছে।
সকালে, নির্ধারিত সময়ের আগে ভোট নেয়ায়; চান্দনাইশ পৌরসভার দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন, রিটার্নিং কর্মকর্তা। মাদারিপুরের কালকিনি পৌরসভার কাষ্টঘর ও জোনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নৌকা প্রতীকে সিল দেয়া ১ হাজার ৩শ’টি ব্যালট পেপার জব্দ করেন, রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লার বরুড়া পৌরসভার ১টি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। এ সময় ওই কেন্দ্র থেকে সিল দেয়া ১ হাজার ২’শ ব্যালট পেপার জব্দ করা হয়। অনিয়মের অভিযোগে, জামালপুরের সরিষাবাড়ির একটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে। চাঁদপুরের মতলবে, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা ও বেলগাছিতে সন্দেহজনক গতিবিধির দায়ে ৮ ব্যক্তিকে অর্থদণ্ড দেন, নির্বাহি ম্যাজিস্ট্রেট। ভোট কারচুপির অভিযোগ এনে নড়াইলে কালিয়া পৌরসভায় নির্বাচন বর্জন করেছেন, বিএনপির মেয়র প্রার্থী এস এম ওয়াহিদুজ্জামান।
(1)