অনুপ চেটিয়াকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের জন্য দিল্লীতে নিয়ে যাওয়া হতে পারে। অবৈধভাবে বিদেশী মুদ্রা বহন, ভুয়া পাসপোর্ট ও স্যাটেলাইট মোবাইল ফোন রাখার অভিযোগে ১৯৯৭ সালে ঢাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এরপর বাংলাদেশের কাছে তিনবার রাজনৈতিক আশ্রয় চায় অনুপ চেটিয়া। তবে বাংলাদেশের একটি আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড দেন।
সাজার মেয়াদ শেষ হলেও রাজনৈতিক আশ্রয় গ্রহণের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দেন আদালত। অনুপ চেটিয়া ভারতে হত্যা, অপহরণ ও চাদাবাজির বিভিন্ন মামলার আসামী। ১৮ বছর ধরে বাংলাদেশের জেলে ছিল বিচ্ছিন্নতাবাদী এই নেতা।
(3)