ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র তত্ত্বাবধানে বাস্তবায়নরত প্রকল্প বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন)। বাউইন এর আয়োজনে এবং সনাক খুলনা’র সহযোগিতায় বাংলাদশের পানি ব্যবস্থাপনায় শুদ্ধাচার প্রতিষ্ঠার লক্ষ্যে “অনুসন্ধানী সাংবাদিকতা” বিষয়ে শনিবার সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলার স্থানীয়, জাতীয় বিভিন্ন দৈনিক ও টেলিভিশনে কর্মরত ২০ জন সাংবাদিকের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। হোটেল ক্যাসল সালামে সকাল ১০টায় আরম্ভ হওয়া প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন সনাক খুলনা’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব রোজী রহমান। দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রুবায়েত ফেরদৌস ও টিআইবি’র বাউইন প্রকল্পের সমন্বয়ক সঞ্জিব বিশ্বাস।
প্রশিক্ষণ কর্মশালায় অনুসন্ধানী সাংবাদিকতা কি, কেন, বিভিন্ন ধাপ ও কৌশল বিষয়ে জনাব রুবায়েত ফেরদৌস অংশগ্রহণমূলক আলোচনা করেন। তিনি পানি ব্যবস্থাপনায় শুদ্ধাচার বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ এবং সাংবাদিকদের পরবর্তী পদক্ষেপ বিষয়েও অংশগ্রহণমূলক আলোচনা করেন। বিভিন্ন মাধ্যমের উপস্থিত সাংবাদিকবৃন্দ কর্মশালা থেকে তাদের পরবর্তী কর্মপন্থার খসড়া পরিকল্পনা করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাক’র সদস্য ও সাবেক সভাপতি প্রফেসর মুহাম্মদ জাফর ইমাম এবং সদস্য প্রফেসর আনোয়ারুল কাদির। দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন ভারপ্রাপ্ত সভাপতি জনাব রোজী রহমান।