সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান সরকারের নির্দেশনা পাওয়ার পর বাংলাদেশ টেলিকমিউনিকেশন কমিশনকে ফেসবুক খুলে দেবার নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশে ফেসবুক খুলে দেবার দাবীতে গত বেশ কিছুদিন ধরে অনেকে নানাভাবে কথা বলছেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি গত ১৮ই নভেম্বর দুটি আলাদা নির্দেশনার মাধ্যমে দেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধ করে দেয়।
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপীলের রিভিউর রায় সুপ্রিম কোর্ট যেদিন ঘোষণা করেছিল, সেই দিন থেকে বাংলাদেশের মানুষ সহজ পথে ফেসবুক ব্যবহার করতে পারছেন না।
ঐদিন সরকার ফেসবুক সহ জনপ্রিয় কয়েকটি মেসেজিং সাইটে প্রবেশ বন্ধ করতে ইন্টারনেট সার্ভিস দেয়ার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়। প্রযুক্তিতে দক্ষ কিছু ব্যবহারকারী বিকল্প পথে ফেসবুকে ঢুকতে পারছেন, এমনটা বলা হলেও বেশীরভাগ ব্যবহারকারী একটি সপ্তাহ কাটিয়েছেন ফেসবুক ছাড়া।
(0)