সংশ্লিষ্ঠ সুত্রে মতে, জেলার পাইকগাছা উপজেলার কাটিপাড়া গ্রামের প্রয়াত মনোরঞ্জন দাশের মেঝ ছেলে প্রভাত কুমার দাশ ২১/১১/১৯৮৫ তারিখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, থেকে সহকারী সার্জন (ইনসার্ভিস ট্রেইনিং) হিসেবে চাকুরীতে যোগদান করেন। পরে ফরিদপুর, সাতক্ষীরার তালায়, খুলনার পাইকগাছার কাটিপাড়ায় এবং ১৭/০৮/১৯৯৮ তারিখে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইওসি (গাইনী ও অবস্) প্রশিক্ষণ শেষে ৯৯ সালে মেডিকেল অফিসার হিসেবে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২০০০ সালে ডুমুরিয়া, পরে পাইকগাছা, কয়রায় এবং ২০/০৫/২০০৩ তারিখ হতে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এমনকি তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হিসেবে দায়িত্ব ও পালন করেন। নন্দিত এ ডাক্তার আবারো ফিরে আশায় বিভিন্ন ভাবে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্টজনরা। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, ডাঃ প্রভাত কুমার দাশ সাধারণ মানুষের কাছে যে আস্থা অর্জন করেছেন তাতে আমরা গর্বিত। উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স.ম. বাবর আলী বলেন, ডাঃ প্রভাত চিকিৎসক হিসেবে একজন নিবেদিত প্রাণ। তিনি হাসপাতালটিকে মন্দিরের ন্যায় স্থান দিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষের সেবা করতেন। তাকে পূণরায় ফিরে আনার জন্য স্থানীয় সংসদ সদস্য এড. শেখ মোঃ নূরুল হককে ধন্যবাদ জানান জনপ্রিয় এ দু’জনপ্রতিনিধি।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(43)