অবশেষে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়া জোনাল অফিসের দুর্নীতিবাজ জুনিয়র ইঞ্জিনিয়ার মাসুদ আলম সহ ৪ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার তাদেরকে বদলির আদেশ দেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর উপজেলা পরিষদের এক মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের উপস্থিতিতে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মাসুদ আলম ও ওয়্যারিং পরিদর্শক আবু সাঈদের বিরুদ্ধে মোটা অংকের উৎকোচের বিনিময়ে নতুন মিটার প্রদান সহ বিভিন্ন অভিযোগ ওঠে।
ওই ঘটনায় তাৎক্ষণিক ভাবে প্রতিমন্ত্রী দুর্নীতিবাজ ওই দুই কর্মকর্তাকে এক সপ্তাহের মধ্যে অন্যত্র বদলীর নির্দেশ দেন। নির্দেশনা অনুয়ায়ি খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার গত ৩০ ডিসেম্বর ওয়্যারিং পরিদর্শক আবু সাঈদকে এবং ৩ ডিসেম্বর জুনিয়র ইঞ্জিনিয়ার মাসুদ আলম, ওয়্যারিং পরিদর্শক ফাইজুল হক ও ইসি সুদিপ্ত বিশ্বাসকে বিভিন্ন স্থানে বদলীর আদেশ দেন। আজ মঙ্গলবার বদলী কৃত কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(17)