স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘নিরাপত্তার কারণে ফেসবুক ও ইন্টারনেটের কিছু অপশন বন্ধ রাখা হয়েছে। এটি সাময়িক। অবস্থার পরিবর্তন হলেই এগুলো উন্মুক্ত করে দেওয়া হবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় দশম সংসদের অষ্টম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে যে ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশেও তার দু’-একটি ছিটাফোঁটা ঘটছে। সে জন্য সাময়িক ব্যবস্থা হিসেবে এটি নেওয়া হয়েছে। পৃথিবীর সব দেশেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আমাদের এখানে তার ব্যতিক্রম নয়, তবে এটি অত্যন্ত সাময়িক ব্যবস্থা। এ অবস্থার পরিবর্তন হলেই এগুলো উন্মুক্ত করে দেওয়া হবে।’
(1)