অভয়নগর বাঘুটিয়া ইউনিয়নের ঋষি পল্লিতে পৈত্রিক সম্পত্তি থেকে আমন ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালীদের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লডছে সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের পরিমল বিশ্বাস (৪০) এবং দুধকুমার বিশ্বাস (৩৫)। গত শনিবার সকালে যশোর অভয়নগর বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া ঋষি পল্লির কাশিনাথ দাসের ছেলে পরিমাল বিশ্বাস (৪০), দুধ কুমার বিশ্বাস (৩৫), দেবলা রানী (৪১) সহ প্রায় ১০/১২ জন কে নিয়ে তাদের পৈত্রিক জমিতে ধান আমন কাটতে যায়। এমন সময় একই গ্রামের লাল বাহিনী ক্ষ্যাত সন্ত্রাসী, ভুমিদস্যু ও আদালতের রায় অবমাননাকারী আবু বক্কার মোল্ল্যা, কাশেম মোল্লা, এবং কায়েম মোল্লা ও তার ছেলে মিজান এর নেতৃত্বে ৪০/৫০ জনের সন্ত্রাসী বাহিনী অস্ত্র (পিস্তল, রামদা, রড, শাবল, ভেলা, বোম, লাঠি, ইট) নিয়ে লাল পোশাক পরে তাদের উপর অতর্কিত হামলা চালায় ।
এ মানবতাবিরোধী, সংখ্যালঘু দলিতদের উপর অন্যায়ভাবে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেফতার করে তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি)’র কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অশোক দাস, যশোর জেলার শাখার সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস, সহ সভাপতি নারান দাস, সহ সাধারন সম্পাদক তপন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাস,
দক্ষিণ পশ্চিমাঞ্চলের দলিত মানবাধিকার সংগঠন পরিত্রাণ এর সহকারী পরিচালক বিকাশ দাস, প্রদীপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার ও মানবাধিকার কর্মী উজ্জ্বল কুমার দাস, তথ্যানুসন্ধান কর্মী তারেক সরকার প্রমুখ।