ঠিক কী ঘটেছিল?
রণজিতের কথায়, ‘‘একটা গোটা বিকেল রেখার শুটিং ছিল। কিন্তু রেখা জোর করতে থাকেন। ওই শুটিং সকালে সেরে ফেলার জন্য চাপ দেন। সকালে করতে গেলে আবার ধর্মেন্দ্রকে পাওয়া যেত না। তাই আমি রাজি হইনি।’’ এর পরই অগ্রিম টাকা ফিরিয়ে দেন রেখা। তবে ধর্মেন্দ্র রেখার চরিত্রের জন্য অনিতা রাজকে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত ফারাহ, কিমি কাতকর এবং বিনোদ খন্নাকে নিয়ে ছবিটি তৈরি করেন পরিচালক।
সব মিলিয়ে রণজিতের মন্তব্যের পর অমিতাভ-রেখার অফস্ক্রিন রোমান্স নিয়ে ফের আলোচনায় মেতেছেন বলিউড। একাংশ বলছেন, যা রটে তার কিছু তো বটে! সে সময় তাঁদের রোমান্স নিয়ে যে গসিপ ছড়িয়েছিল তাকেই যেন ফের শিরোনামে তুলে নিয়ে এলেন রণজিত্।
(2)