আর বিসিবি সভাপতি আইসিসির শরণাপন্ন হবার কথা জানালেও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এই ইস্যুতে কতটা ভূমিকা রাখতে পারবে তা নিয়েও সন্দিহান দুই পরিচালক।
৬ দিনের পর্যবেক্ষণ শেষ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা। শঙ্কার কালো মেঘে ঢাকা দেশের ক্রিকেটের ভবিষ্যত। তবে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন পরিকল্পনায় ক্রিকেট বোর্ড। এ বছরই দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় বিসিবি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন বোর্ড সভাপতি আগেই। জানা গেল প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সূচিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে না এলে ক্ষতিপূরণ চাইবে বিসিবি। যে বিষয়ে আলোচনা হবে ৭ অক্টোবরের বোর্ড সভায়।
এ মাসেই দুবাইয়ে আইসিসি সভা যেখানে তুলা ধরা হবে সিএ-র সিদ্ধান্তের ব্যাপারে বিসিবি-র অবস্থান। তবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ভূমিকা পালনের সক্ষমতা নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী নন বোর্ড কর্তারা।
(0)