অস্ট্রেলিয়ার সিডনিতে পারামাট্টা পুলিশের সদর দপ্তরে এলোপাতারি গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে পুলিশের এক বেসামরিক
সিডনির নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের সদর দপ্তরে হঠাৎ করেই শুরু হয় কালো পোশাক পরিহিত এক বন্দুকধারীর হামলা। তখন অফিস শেষে ফিরছিলেন পুলিশের এক বেসামরিক সদস্য। বন্দুকধারীর গুলিতে মৃত্যু হয় তার।
স্থানীয় একজন জানালেন, “প্রথমে চারটি গুলি ছোড়া হয়। তারপর ১৫ থেকে ২০ সেকেন্ড সবকিছু চুপচাপ। এরপর আবারো চারটি গুলির শব্দ। সবমিলিয়ে সাত থেকে আটটি গুলি করা হয়েছে। সেখানে নির্মাণকাজ চলছিল। আমি ভাবলাম, সেখান থেকেই হয়তো কোন কিছুর শব্দ আসছে। কিন্তু পুলিশের গাড়ি আসলো। তখন শুনলাম, দুই জন নাকি মারা গেছে।”
এক পর্যায়ে ভবনের বারান্দা থেকে বন্দুকধারীকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় নিরাপত্তাকর্মীরা। গোলাগুলির পর সদর দপ্তরের দুই কিলোমিটার এলাকা ঘিরে রাখে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে ইতিমধ্যে। নিউ সাউথ ওয়েলসের পুলিশ বলছে, হামলাকারীকে দেখে একজন প্রাক্তন পুলিশ সদস্য বলে মনে হয়েছে।
(0)