সংবাদ বিঞ্জপ্তি: খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) এর আয়োজনে আরসিসি প্রোজেক্ট অব দি গ্লোবাল ফান্ড আইসিডিডিআর,বি এর অর্থায়নে লাইট হাউজ এর ব্যাবস্থাপনায় এমএসএম ও হিজরা জনগোষ্ঠীর মাঝে কার্যকর এইচআইভি প্রতিরোধমূলক সেবা প্রদানের মাধ্যমে ঝুকিঁ হ্রাস করনের লহ্ম্যে খুলনা সদর ডিআইসি এর উদ্যোগে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশদেরকে নিয়ে কেএমএসএস এর খূলনা ডিআইসি’র এইচআইভি/এইড্স বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মোঃ মনিরুজ্জামান এমএন্ডই স্পেশালিস্ট আরসিসি প্রজেক্ট লাইট হাউজ। সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মারুফ আহম্মেদ অফিসার্স ইনচার্জ সোনাডাঙ্গা মডেল থানা, বিশেষ অতিথি ছিলেন জনাব হুমায়ুন কবীর পুলিশ পরিদর্শক (তদন্ত) সোনাডাঙ্গা মডেল থানা। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ খন্দকার মোসাদ্দেক বারী ফাইন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার কেএমএসএস্ এবং ডিআইসি এবং আউটরীচ কার্যক্রম ও ডিআইসির লক্ষ্য অর্জন, এইচআইভি/এইড্স এবং এসটিআই সম্পর্কে মূল আলোচনা করেন জনাব মহিদুল ইসলাম মিলন ডিআইসি ম্যানেজার কেএমএসএস খুলনা।
কেএমএমএস বর্তমানে ডিআইসিতে ১০৯ জন হিজড়া, ৪৭৬ জন এমএসএম এর মাঝে এইচআইভি/ এইডস বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম এবং যৌনবাহিত, সাধারণ রোগের জন্য লক্ষিত জনগোষ্ঠীর মাঝে এইচটিসি সেবা প্রদান করে আসছে।
বিশেষ অতিথির বক্তব্যে সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব হুমায়ুন কবীর পুলিশ পরিদর্শক (তদন্ত)বলেন এ আলোচনার মাধ্যমে এএমএসএস এর আরসিসি প্রকল্পের কাজ কোন প্রকার সমস্যা না হয় তার কর্ম সহায়ক পরিবেশ তৈরীর প্রচেষ্টা অব্যহত রাখার ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করবো এবং আমি মনে করি এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে সকল সামাজিক বাধা বিদ্যামান তা দূরীভ’ত হয়ে একটি অনুকুল কর্ম পরিবেশ তৈরী হবে।
আলোচনা সভায় প্রশ্নত্তোর দেন জনাব মহিদুল ইসলাম মিলন ডিআইসি ম্যানেজার কেএমএসএস। সভাটি পরিচালনা করেন জনাবা সালমা ফেরদৌস কাউন্সেলর খুলনা ডিআইসি। সার্বিক সহযোগিতায় ছিলেন সোহানুর রহমান সবুজ ও সজল আহমেদ।