ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই আজ ঘোষণা করেছে পুনে ও রাজকোটের এই দুটো দল সাসপেন্ড হওয়া চেন্নাই সুপার কিংস ও জয়পুর-ভিত্তিক রাজস্থান রয়্যালসের পরিবর্তে আইপিএলে খেলবে।
চেন্নাই ও রাজস্থানের দুটো দলই এর আগে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে – কিন্তু সুপ্রিম কোর্টের নিযুক্ত এক প্যানেলের নির্দেশে তাদের দুবছরের জন্য সাসপেন্ড করা হয়, কারণ উভয় দলের মালিকরাই ম্যাচ নিয়ে বেটিংয়ে জড়িত ছিলেন।
চেন্নাই সুপার কিংসের গুরুনাথ মেয়িপ্পান ও রাজস্থান রয়্যালসের রাজ কুন্দ্রা – দুজনের বিরুদ্ধেই বেটিং ও বুকিদের কাছে দলের তথ্য ফাঁস করার অভিযোগে চার্জ আনা হয়েছে।
আইপিএলে এদের পরিবর্তে নতুন দুটো দল বেছে নেওয়ার ক্ষেত্রে বোর্ড ‘রিভার্স বিডিং’ পদ্ধতির আশ্রয় নিয়েছিল – অর্থাৎ যে ফ্রাঞ্চাইজি বোর্ডের উপার্জিত ব্রডকাস্ট ফি বা স্পনসরশিপ ফি থেকে সবচেয়ে কম অংশ দাবি করবে তারাই নিলামে বিজয়ী হবে।
তবে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন নিউ রাইজিং (পুনে) বা মোবাইল নির্মাতা সংস্থা ইনটেক্সের দল (রাজকোট) বোর্ডের কাছ থেকে কোনও অর্থই দাবি করেনি – ফলে শেষ পর্যন্ত তারাই বিডিংয়ে জিতেছে।
বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর সংবাদমাধ্যমকে এদিন জানিয়েছেন, ‘‘এই দুটো দল বোর্ডের কোষাগার থেকে একটা পয়সাও নেবে না – বরং উল্টে এরাই তাদের পকেট থেকে বোর্ডকে দেবে’’।
কুড়িটিরও বেশি কোম্পানি আইপিএলে ফ্র্যাঞ্চাইজি পাওয়ার লক্ষ্যে প্রাথমিকভাবে আবেদনপত্র তুলেছিল – তবে আজ তার মধ্যে থেকে সেরা পাঁচটি বিডকে চূড়ান্ত মনোনয়নের জন্য বেছে নেওয়া হয়।
সেরা বিডার ছিল নিউ রাইজিং, তারা বিসিসিআইকে ১৬ কোটি রুপি দেওয়ার প্রস্তাব করে। এর পরই দ্বিতীয় সেরা ছিল ইনটেক্স, তারা বোর্ডকে ১০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দেয়।
আইপিএলে নতুন এই দুটো টিম চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস – প্রতিটিরই সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে থেকে নিজেদের খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পাবে।
পুনে ও রাজকোট দুটো দলই নিজেদের খেলোয়াড় তোলার জন্য সর্বোচ্চ ৬৬ কোটি রুপি পর্যন্ত খরচ করতে পারবে।
(2)