পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ’র পিতা শেখ মোহাম্মদ আলী (৭৮) আর নেই। তিনি বার্ধক্য জনিত কারণে সোমবার সকাল পৌনে ১০ টার দিকে পুরাইকাটী গ্রামস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না……….. রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকালে পুরাইকাটী ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
(12)