পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও এমপি’র বাসভবনে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু’র সার্বিক সহযোগিতায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফ, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, মসিউর রহমান, বজলুর রহমান, ইঞ্জিঃ মারুফ বিল্লাহ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, কেডি বাবু, দীপংকর মন্ডল, শেখ রাজু আহমেদ, শেখ জামাল হোসেন, আলমগীর হোসেন, ইউপি সদস্য টিএম হাসানুজ্জামান, আব্দুল্লাহ আল-মামুন, শ্রমিকলীগনেতা আনারুল ইসলাম, শাহজান কবির, শফিকুল ইসলাম মোড়ল, নূরুজ্জামান টিটু, মনিরুল ইসলাম, তুষার, ছাত্রলীগনেতা মাজহারুল ইসলাম মিথুন, শাহীন শাহ বাদশা।
কোরআন পাঠ করেন, বাসস্ট্যান্ড মাদ্রাসার শিক্ষার্থীরা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ রইসুল ইসলাম।
(0)