ওয়াসেক আলী শিক্ষা প্রকল্প, সখিনা আলী সেবা প্রকল্প’র প্রতিষ্ঠাতা ও সিআইপি পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ি এ এম হারুনার রশিদ বলেছেন; প্রকৃতভাবে পড়ালেখার করে আগামি প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
তাহলে জাতি হবে শিক্ষিত এবং দেশ হবে সমৃদ্ধশালী। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে আরও বলেন; এখনই তোমাদের জীবন গড়ার প্রকৃত সময়। অযথা সময় নষ্ট না করে জীবনকে সঠিক পথে পরিচালিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠ।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে গরিব মেধাবি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি তার বক্তৃতায় একথা বলেন। গত শনিবার সকাল ১০টায় শাহপুরস্থ কার্যালয়ে প্রকল্পটি প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ি এ এম হারুনার রশিদ ডুমুরিয়া উপজেলার প্রায় দেড়’শ শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দেন।
এইসএসসি, স্নাতক, স্নাতক সম্মান ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৪টি ক্যাটাগরিতে মেধার মূল্যায়নে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার থেকে আড়াই হাজার টাকা প্রদান করা হয়।
প্রকল্প পরিচালক আলহাজ শেখ আব্দুল জলিলের সভাপতিত্বে সহায়তা প্রদানপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন; প্রকল্প ও সোনামুখ পত্রিকা সম্পাদক আনোয়ার হোসেন আকুঞ্জী, আলহাজ অধ্যাপক শ ম খলিলুর রহমান, আলহাজ শাহজাহান আকুঞ্জী, এ এম গিয়াস উদ্দীন, মেসবাহুল আলম টুটুল, প্রমূখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(41)