তবে সকাল সাতটার পর থেকে এদের ভিড় বেড়ে গেছে। সকাল ছয়টা থেকে প্রায় সবগুলো কাউন্টার থেকে বিভিন্ন রুটের টিকিট দেয়া হচ্ছে। টিকিট প্রত্যাশীরা বেশি ভাড়া রাখার কথা বললেও কাউন্টার মাস্টাররা বলছেন, সরকার নির্ধারিত হারেই নেয়া হচ্ছে ভাড়া। এর বাইরে টিকিট প্রাত্যাশীদের কাছ থেকে তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য বিরক্তি প্রকাশ করেছেন তারা। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বিআরটিসির বাসের টিকিট বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে। আর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৫ সেপ্টেম্বর।
(0)