আরো দুই হামলাকারীকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলের খুব কাছেই ভারতসহ কয়েকটি দেশের কনস্যুলেট অফিস রয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, পাকিস্তান দূতাবাসের বাইরে ভিসার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় এক আত্মঘাতি বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।
পরে আরো দুই হামলাকারী পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। তাদের সাথে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি চলছে। প্রাণহানির আশংকায় ওই এলাকার বাসিন্দা এবং একটি স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেয়া হয়েছে। হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে। এখনো হামলার দায় স্বীকার করেনি কেউ।
(0)