আদালতের নির্দেশ অমান্য করেই এ উচ্ছেদ করা হয় বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেনের স্ত্রী জাহানারা বেগমের পক্ষে তার ছেলে আপন।
সম্মেলনে বলা হয়, নগরীর খালিশপুর থানাধীন নর্থ ব্লক-৯, রোড নং-২৩, তৈয়বা কলোনীর সরকারি পরিত্যক্ত বাড়ীতে দীর্ঘ দিন ধরে স্ব-পরিবারে বসবাস করে আসছেন। স্কুল পড়ুয়া ছেলে আপনও তার সাথে থাকে। তার সংসারে আয়ের কেউ নেই। স্বামীর মুক্তিযোদ্ধা ভাতাই একমাত্র সম্বল।
সম্মেলনে আরো বলা হয়, গত ২০০৯ সালের ২৬ ডিসেম্বর বিভাগীয় কমিশনারের অফিসে লিখিত আবেদনসহ হাজির হলে উল্লেখিত বাড়ীটি পরিত্যক্ত অবস্থায় থাকায় তা মৌখিকভাবে ওই সময়ের বিভাগীয় কমিশনার বসবাসের জন্য অনুমতি দেন।
তখন থেকেই ওই বাসায় স্ব-পরিবারে রয়েছে। এরই মাঝে ওই বাড়ীটি ফজলুল হক নামের এক ব্যক্তির নামে বরাদ্দ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ সময় মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আদালতে মামলা দায়ের করেন। এরই মাঝে গত ২০১০ সালে ২৭ মে সন্ত্রাসীদের হাতে নিহত হন মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন।
দীর্ঘ শুনানী শেষে গত ১৮ নভেম্বর’১৫ আদালত মামলাটি খারিজ করে দেন। গত ২৩ নভেম্বর’১৫ জজ আদালতে আপিল করা হয়। আদালত আগামী ২০ জানুয়ারী নিষেধাজ্ঞার ওপর শুনানীর ও ১ মার্চ’১৬ আপিলের শুনানীর দিন ধার্য্য করেন।
কিন্তু আদালতে কোন আদেশকে তোয়াক্কা না করে সরকারি পরিত্যক্ত সম্পত্তি পরিচালনা বোর্ড তাদের উচ্ছেদের চূড়ান্ত প্রস্তুতি নেয়। বিষয়টি তাদের জানিয়ে কোন নোটিশ দেয়া হয়নি। বিষয়টি নিয়ে গত ৫ জানুয়ারী বিভাগীয় কমিশনারের অফিসে গেলে তারা ভয়ভীতি দেখিয়ে নানা শর্ত দিয়ে জাহানারা বেগমের কাছ থেকে একটি দলিলে স্বাক্ষর আদায় করে রাখে।
এমন কি আব্দুস সালাম নামের অপর এক ব্যক্তিকে ওই বাড়ীটি দখল বুঝে দেয়ার জন্য গণপূর্ত বিভাগের ক্লার্ক শামীম নানা মহলে দৌড় ঝাপ শুরু করেছে।
অথচ এ সালামের নামে আরো একটি সরকারি বাড়ী বরাদ্দ রয়েছে। যে বাড়ীতে সালাম বসবাস করছেন। মুক্তিযোদ্ধার অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাই টুকু রক্ষার জন্য তিনি প্রধান মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে সংবাদ সম্মেলন শেষে তিনি বাসায় ফিরে দেখেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম তার ঘরের মালামাল সব বাইরে বের করে দিয়েছে।
এতে করে তিনি পুরোপুরি পথে বসলেন। তিনি তখন বলেন, আদালতের নির্দেশ অমান্য করে তাকে বাড়ী থেকে উচ্ছেদ করা হয়েছে।
তিনি এর বিচারের দাবী করেছেন।
(7)