তার আইনজীবী সানাউল্লাহ মিয়া চ্যানেল টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৮ জুন খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। যেখানে বলা হয়, রায়ের নথি বিচারিক আদালতে পৌঁছার ২ মাসের মধ্যে বেগম জিয়াকে আত্মসমর্পণ করতে হবে।
গত ৫ নভেম্বর নথি পৌঁছায় বিচারিক আদালতে। বিগত তত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা হয়। যেখানে বলা হয়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বেগম জিয়া ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করেছেন ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা। এর পরের বছর খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয় দুদক।
(2)