

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে বিএসএফ। এরপর কড়া নিরাপত্তায় ঢাকায় এনে শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে নূর হোসেনকে বুঝিয়ে দেয় র্যাব। এরপর তাকে নেয়া হয় নারায়ণগঞ্জে।
সাত খুন মামলার চার্জশিটভূক্ত আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর থমথমে ভাব ছিলো যশোরের বেনাপোল স্থলবন্দরে। গোটা এলাকা ছিলো কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো।
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান করে এদিন রাত ১১টা ৩৫ মিনিটে পেট্রাপোল সীমান্তে নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেন বিএসএফ-৪০ ব্যাটালিয়নের অধিনায়ক এস কে শুকলা। র্যাব-পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিততে নূরকে গ্রহণ করেন বিজিবি’র সহ অধিনায়ক মেজর লিয়াকত আলী। এরপর কড়া নিরাপত্তার মধ্যে তাকে নিয়ে দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা হয় র্যাবের বিশেষ একটি বহর।
রওনা হবার প্রায় ৭ ঘণ্টা পর র্যাবের বিশেষ বহরটি সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছায়। নূর হোসেনকে নেয়া হয় উত্তরার র্যাব-১ কার্যালয়ে। এসময় বিভিন্ন বিষয়ে জানতে চাইলেও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি।
র্যাব-১ কার্যালয়ে স্বাস্থ্যপরীক্ষা শেষে সকাল ৭টা ২০ মিনিটের দিকে ৭ খুন মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে নূর হোসেনকে হস্তান্তর করে র্যাব। এর পরপরই নূর হোসেনকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তদন্ত কর্মকর্তা।
এদিকে, হস্তান্তরের পর থেকে নূর হোসেনকে গ্রহণকারী হিসেবে বিজিবি’র কথা বলা হলেও বিতর্ক সৃষ্টি হয় র্যাবের বক্তব্য ধরে। উত্তরায় র্যাব-১ কার্যালয়ে আয়োজিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে র্যাবের মুখপাত্র দাবি করেন, বিজিবি’কে নয়, বরং র্যাবের কাছেই নূর হোসেনকে হস্তান্তর করে বিএসএফ। তবে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি তারা।
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় কর্মকর্তাসহ বেশ কয়েক জন সদস্যের জড়িত থাকার প্রমাণ মেলায় বেশ সমালোচনার মুখে পড়ে পুলিশ বিশেষ এই বাহিনী।
‘নূর হোসেনের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে না’
নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন জানিয়েছেন, নূর হোসেনের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে না।
তিনি জানান, নূর হোসেনের বিরুদ্ধে কোন মামলা তদন্তাধীন না থাকায় তার বিরুদ্ধে রিমান্ড চাওয়ার আইনি ভিত্তি নেই।
শুক্রবার সকালে জেলা আদালত চত্বরে তিনি সাংবাদিকদের একথা বলেন।
‘না.গঞ্জে ৭ খুন মামলা পুনঃতদন্তে আপিল করা হবে’
নারায়ণগঞ্জে সাত খুন মামলা পুনরায় তদন্তে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। সকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, নূর হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরো নতুন তথ্য বেরিয়ে আসবে।
নূর হোসেনকে রিমান্ডে নেয়ার দাবি নিহতদের পরিবারের
এদিকে, সাত খুনের ঘটনায় নূর হোসেনকে রিমান্ডে নেওয়ার দাবি জানিয়েছে নিহতদের পরিবার।
সকালে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তারা এ দাবি জানান।
এসময় নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা হোসেন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেন সাংবাদিকদের কাছে দাবি করেন।
‘অপরাধ করে কেউই পালিয়ে বাঁচতে পারবে না’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার মধ্য দিয়ে এটিই প্রমাণিত হলো যে, অপরাধ করে কেউই পালিয়ে বাঁচতে পারবে না।
বৃহস্পতিবার রাতে সময় সংবাদকে তিনি আরও বলেন, অন্য দেশে পালিয়ে থাকা অপরাধীদের শনাক্ত করে একে একে দেশে ফিরিয়ে আনা হবে।
কেউ-ই আইনের ঊর্ধ্বে নয় জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(5)