শ্যামনগর (উপকূল) প্রতিনিধিঃ দু্র্যোগের আগাম সতর্কবাতা, সবার জন্য কার্যব্যবস্থা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে(১৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২২আন্তজাতিক দুর্যোগ প্রশোমন দিবস উদযাপন উপলক্ষ্যে বুড়িগোয়ালিনী ৮ নং ওয়ার্ডের সেচ্ছাসেবী ভামিয়া সিসিআরসি সংগঠন, সিসিডিবি সংস্থা ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে দুর্যোগ প্রশোমন দিবস পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামসহ ইউ, পি সদস্য গণ। উপস্থিত ছিলেন সিসিআরসির সদস্য মাস্টার আঃ হাকিম, সুপদ আউলিয়া, সহর আলী সরদার, ইয়োথ গ্রুপের প্রসেনজিৎ আউলিয়া, নিমাই মন্ডল, তামান্ন আক্তার, ইমাম হোসেন।
আরও উপস্থিত ছিলেন বে-সরকারী সংস্থা সিসিডিবি এর উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, মাঠ সংগঠক জগদীশ সরদার, অনিতা দাশ, আখিল মণ্ডল, ইউরিদা আফরিন, ইনগেইজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী প্রমূখ।
(2)