যশোরের মনিরামপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলায় কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত র্যালীতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার।
বুধবার সকাল দশটায় দিবসটি উপলক্ষে মনিরামপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও পিএইচআর প্রোগ্রামে কর্মরত সংগঠন পরিত্রাণ, বাঁচাতে শেখা, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সাংবাদিক, আইনজীবি, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহন করেন। র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে যশোর সাতক্ষীরা সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে থেকে ঘুরে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালীতে প্রায় ৩৫০ জন নারী পুরুষ অংশগ্রহন করেন।
-মোঃ রবিউল ইসলাম, মনিরামপুর, যশোর
(6)