খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খুলনা সিটি কর্পোরেশনের টোল আদায়কারী মো. জাকির হোসেন(৫০) ট্রাকের ধাক্কায় নিয়ত হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার পর আফিলগেটস্থ টোল পয়েন্টে অজ্ঞাত ট্রাক জাকির হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
স্থানীয়রা জানায়, আফিলগেটস্থ খুলনা সিটি কর্পোরেশনের টোল পয়েন্টে দাড়িয়ে টোল আদায় করছিল মো. জাকির হোসেন। বুধবার রাত ২টার পর খুলনামুখি দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ছিটকে রাস্তার কয়েকগজ দূরে গিয়ে পড়ে। পার্শবর্তিরা বিকট শব্দ শুনে এগিয়ে আসলে জাকির হোসেনকে মুমুর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়, রাতের আধাতে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। ঘাতক ট্রাক ও চালককে পুলিশ আটক করতে পারিনি।
পুলিশ জানায় নিহত মো. জাকির হোসেন নগরীর জোড়াগেটস্থ মহাজের কলোনীর মো. নুরুল ইসলামের পুত্র। এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।
(1)