ভারপ্রাপ্ত মেয়র বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর খান জাহান আলী রোডস্থ মহিলা সমিতি প্রাঙ্গণে শীতের পিঠা উৎসব ও হস্তশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি ফিতা কেটে পিঠা উৎসব ও হস্তশিল্প মেলার উদ্বোধন করেন। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং খুলনা মহিলা সমিতি যৌথভাবে তিন দিন ব্যাপী এ মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র রুমা খাতুন। অন্যান্যের মধ্যে খুলনা মহিলা সমিতির সভানেত্রী মাজেদা হক, সাধারণ সম্পাদক বেগম মাজেদা আলী, ট্রেজারার মনোয়ারা বেগম, বাংলাদেশ উইমেন চেম্বারের খুলনা বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শীলু, সাধারণ সম্পাদক লুৎফুন হক পিয়া, ট্রেজারার নীরা নওয়াজ, সৈয়দা লায়লা আক্তার, মনোয়ারা শিউলি প্রমুখ।
(23)