জানেন কি কেন আমির খানকে ফিরিয়ে দিয়েছিলেন বচ্চন বধূ? আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে তাঁর কীসের বাধা ছিল? সে কথা এত দিনে মুখ ফুটে বললেন ঐশ্বর্যা নিজেই। তাঁর আসন্ন ছবি ‘জজবা’র প্রচারে গিয়ে কেরিয়ারের ডাউন মেমরি লেনে হাঁটলেন নায়িকা। সেখানেই জানালেন, ‘‘আমিরের বিপরীতে ‘রাজা-হিন্দুস্থানি’তে অফার পেয়েছিলাম আমি। কিন্তু সে সময় আমি পড়াশোনা করছি। তাই ছবিটা করা হয়নি। পড়াশোনা শেষ করে মিস ওয়ার্ল্ড হওয়ার পরই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি।’’
‘রাজা-হিন্দুস্থানি’র পর বলিউডে অনেকটা পথ পেরিয়েছেন আমির খান। আগের থেকে অনেক পরিণত হয়েছেন ঐশ্বর্যাও। এখন যদি আমিরের বিপরীতে সুযোগ আসে রাজি হবেন নায়িকা? হেসে বললেন, ‘‘চিত্রনাট্য পছন্দ হলে অবশ্যই কাজ করব।’’
(1)