সর্বকালের অন্যতম সেরা এ অলরাউন্ডার বলেছেন, ‘আমির তখন ১৯ বছরের (হবে ১৮ বছর) বালক ছিল। সে একটি ভুল করেছে, কিন্তু কোর্টে মিথ্যে বলেনি। তার শাস্তি শেষ হওয়ার পর সে পুণরায় খেলতে পারে।’
২০১০ সালে ইংল্যান্ডে স্পট-ফিক্সিং করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আমির। ইতোমধ্যে সে সাজা কাটিয়ে পাকিস্তানের আসন্ন নিউ জিল্যান্ড সফরের কন্ডিশনিং ক্যাম্পে অনুশীলন করছেন তিনি। কিন্তু আমিরের কারণে দলটির ওয়ানডে অধিনায়ক আজহার আলী ও অলরাউন্ডার হাফিজ প্রথম চারদিন ক্যাম্পে যোগ দেয়নি। পরে পিসিবির হস্তক্ষেপে বিষয়টির সুরাহা হয়।
পাকিস্তানি এক চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান বলেছেন, ‘সবার প্রতি আমার আর্জি, যারা তার ফিরে আসার বিরুদ্ধে আছেন; তারা যেন তার সমালোচনা বন্ধ করে।’
এদিক পিসিবি জানিয়েছে আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য পিএসএলের পর সাবেক অধিনায়ক শোয়েব মালিকের আমির ইস্যুতে কথা বলবে তারা। কারণ পিএসএলে একই দলে (করাচি কিংস) খেলবেন তারা।
আমির ইস্যুতে সোমবার পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে সাবেক দুই ক্রিকেটার ইউসুফ ও রমিজ রাজা একে অন্যেকে তীযক ভাষায় আক্রমণ করেন। তবে আমিরের প্রতি নিজের সন্তুষ্টি প্রকাশ করে রমিজ রাজা বলেছেন, ‘তার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে একমাত্র পিসিবি। পিসিবিই পারে বিষয়টি ভালভাবে সামলাতে।’
(3)