যার বড় অংশই যাবে নদী শাসনে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক আজ নতুন করে ৮ হাজার ২৮৬ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবটি অনুমোদন দিয়েছে। ২০০৭ সালে এটি পাশ হবার সময় এর খরচ ধরা হয়েছিল ১০ হাজার কোটি টাকা।
সব সংশয়ের অবসান ঘটিয়ে গেল ডিসেম্বরে পদ্মা সেতুর মূল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, এরই মধ্যে আরেক দফা বেড়েছে প্রকল্প ব্যয়। আগের ২০ হাজার ৫০৭ কোটি ২০ লাখ টাকা সাথে ব্যয়ের খাতায় নতুন যোগ হচ্ছে আট হাজার কোটি টাকা। মঙ্গলবার একনেকের সভায় এর অনুমোদনও দেয়া হয়।
কিন্তু, মূল সেতু নির্মাণে কোন ব্যয় বাড়েনি বলে দাবি করেন পরিকল্পনামন্ত্রী। জানান, নদী শাসন, সংযোগ সড়কের উন্নয়নের জন্য বাড়ছে এই ব্যয়।
এছাড়া, সদ্য বিলুপ্ত হওয়া ছিটমহলের অবকাঠামোগত উন্নয়নে আলাদা প্রকল্পের অনুমোদনও দেয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ১০৮ কোটি টাকা, যা বহন করবে সরকার।
এ সময়, গেল বছরের মূল্যস্ফীতির পরিসংখ্যানও তুলে ধরেন মন্ত্রী। জানান, এক বছরে মূল্যস্ফীতি কমেছে দশমিক সাত নয় শতাংশ।
(2)