নেইমার দলে ফিরলেও তার বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে ম্যাচে অংশ নিতে পারছেন না। তারপরও দুঙ্গা মনে করেন মেসিকে ছাড়াও কোপা আমেরিকা ও বিশ্বকাপ ফাইনালিস্টদের খেলার মানে কোনরকম হেরফের হবে না। তিনি বলেন, আর্জেন্টিনার বেশ ক’জন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তাই মেসির অনুপস্থিতির কারণে তাদের খেলার মানে কোন রকম হেরফের হবে না। আপনি যখন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাবেন তখন সেটি সবসময় যুদ্ধক্ষেত্র মনে করতে হবে। কারণ তারা চিরপ্রতিদ্বন্দ্বী। যেটি সবসময় কঠিন ম্যাচে পরিণত হয়।
দুঙ্গা বলেন, আমাদের সাবলিলভাবে খেলতে হবে। খেলার প্রতিটি ধাপে সচেতন থাকতে হবে। কারণ প্রতিটি খেলার ভাঁজে ভাঁজে রয়েছে জয়-পরাজয়ের আশংকা। ম্যাচটিতে ব্রাজিলকে বেশ সতর্ক থাকতে হবে এবং প্রত্যেক খেলোয়াড়কে সেরাটা দিতে হবে। তবেই আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো।
(1)