খানজাহান আলী থানা প্রতিনিধিঃ ফুলবাড়ীগেট কুয়েট রোডস্থ আল-হিরা মাদ্রাসার তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, প্রীতিভোজ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মাদরাসা সংলগ্ন মাঠ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপি অনুষ্ঠানের সমাপনী দিনের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ ফুলবাড়ীগেট শাখার ব্যবস্থাপক জি.এম কামরুজ্জামান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মাদ্রাসা ম্যানির্জিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আজিজুর রহমান স্বপনের সভাপতিত্ব এবং আল হিরা মাদ্রাসার প্রিন্সিপাল ও এটিএন বাংলার ইসলামী আলোচক ও বক্তা মো. এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে কুয়েটের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন, ফুলবাড়ীগেট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শফিউল্লাহসহ মাদ্রাসার ম্যানিজিং কমিটির সদস্য, অভিভাবক, সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারী থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলাধুলা অনুষ্ঠিত হয়।
(0)