মন্ত্রী জানান, নতুন কমিশন শিক্ষক নিয়োগ দিলে মানসম্মত নিয়োগ হবে। পাশাপাশি কমে আসবে দুর্নীতি। বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বেশ অস্বচ্ছ ও এতে আর্থিক অনিয়মের সুযোগ আছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান জানান, ইতোমধ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় চার লাখ প্রার্থীর জন্যও নিয়োগের সুযোগ রাখা হবে। তিনি বলেন, নতুন এবং পুরনো দুই তালিকা থেকেই শিক্ষক নিয়োগ করা হবে।
(0)