আগামী ২০১৫ এর ৩০ নভেম্বর থেকে প্যারিসে অনুষ্ঠিতব্য কপ-২১ (Conference of the Parties-COP) সম্মেলনে অংশ গ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দের নিকট আমরা প্রত্যাশা করি সম্ভাব্য প্যারিস চুক্তির মাধ্যমে শিল্পোন্নত দেশসমূহ ব্যাপকভিত্তিক কার্বন নি:সরণে আইনী বাধ্যতায় একটি চুক্তি করবে। স্বল্পোন্নত দেশসমূহ এবং ক্ষুদ্র দ্বীপ দেশসমূহের অভিযোজনের জন্য প্রয়োজনীয় উন্নয়ন সহায়তার ‘‘অতিরিক্ত” এবং ‘‘নতুন” তহবিল প্রদানের বিষয়টি এ চুক্তিতে অন্তর্ভুক্ত করবে। উক্ত সম্মেলনে বাংলাদেশের জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে উল্লেখিত দাবিসহ বিভিন্ন প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সনাক খুলনা’র উদ্যোগে বিকাল চারটায় খুলনা সনাক কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।
পদযাত্রায় খুলনা সনাক’র সদস্যসহ, ইয়েস, স্বজন, ইয়েস বন্ধু, সিডিপি, এ্যাওসেড, বাপা ও ইয়ুথ নেক্সাস এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করে। পরবর্তীতে সনাক সদস্য ও ইয়েস গ্রুপের আহ্বায়ক এ্যাড. অশোক কুমার সাহা’র সভাপতি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ুথ নেক্সাসের সভাপতি শেখ মাহমুদ, সিডিপি’র সহ-সমন্বয়ক রমা দাস, স্বজন সদস্য জেসমিন জামানসহ প্রমুখ। মানব বন্ধনে আসন্ন কপ-২১ সম্মেলনের নেতৃবৃন্দের নিকট টিআইবি’র বিভিন্ন দাবি ও সুপারিশ সম্বলিত কার্যপত্র উপস্থাপন করে ইয়েস দলনেতা শাফনা আক্তার আশা। এর আগে সকাল সাড়ে এগারোটায় খুলনা প্রেসক্লাব এর ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সনাক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধ শেখ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টিআইবি’র কার্যপত্র উপস্থাপন করেন সনাক’র জলবায়ু বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল কাদির। উপস্থাপন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সংবাদ সম্মেলনে সনাক সদস্যবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
(7)