ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ নগরীর আড়ংঘাটা থানাধীন বাইপাসের অথৈয় ফিলিং ষ্টেশন সংলগ্ন হালদার ঘাট এলাকা থেকে বুধবার বেলা ২টা ৩০ মিনিটে ৮শ ২০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আড়ংঘাটা থানা পুলিশ আটক করেছে।
পুলিশ জানায় মাদক বিরোধী নিয়মিত অভিযান চলাকালে আড়ংঘাটা থানাধীন তেলিগাতী বাইপাস সড়কের হালদার ঘাট এলাকায় ইয়াবা কেনা-বেচা চলছে এমন সংবাদের বিভিত্তে আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ কাজী রেজাউল করিমের নেতৃত্বে একটি টীম অভিযান চালায়। অভিযানে ৮২০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় অপর এক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতরা হলো আড়ংঘাটা থানাধীন গাইকুড় এলাকার ইয়াছিন শেখের পুত্র রাজিব শেখ(২৮), সোনাাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার কামরুল হকের পুত্র ইয়ারুল ইসলাম পিল্টু(৪২) এবং একই এলাকা ছোট বয়রার মাসুদুর রহমানের পুত্র আরিফুল ইসলাম(৩০)কে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ কাজী রেজাউল করিম জানান, বাইপাসে ইয়াবা বেচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার এবং সঙ্গিয় ফোস দিয়ে বেলা আড়াই টায় অভিযান চালান হয়। এ সময় ইয়াবাসহ হাতেনাতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং অপর একজন পালিয়ে যায়। আটককৃত প্রত্যেকোই মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। অপর জড়িতদের গ্রেফতারের অভিযান পরিচালিত হচ্ছে।
(11)