খানজাহান আলী থানা প্রতিনিধিঃ নগরীর আড়ংঘাটা বাইপাসে গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট -১১-০৮০৭)চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী কৃষক হান্নান শেখ(৫৫) নিহত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ৩টায় আড়ংঘাটা ভাই ভাই রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে পুলিশ ট্রাকটি আটক করেছে।
পুলিশ জানায়, আড়ংঘাটা উত্তরপাড়ার শেখ সৈয়দ আলীর পুত্র কৃষক হান্নান শেখ বাইসাইকেল যোগে লতার মোড় থেকে আড়ংঘাটা বাজারের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ৩টার দিকে আড়ংঘাটা বাইপাসের ভাই ভাই রাইস মিল সংলগ্নে আসলে খুলনামুখি গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাকের সামনের এক্রোল ভেঙ্গেগেলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডানপাশে বিপরীত দিকে গিয়ে হান্নান শেখকে চাপা দেয়।
ঘটনাস্থলেই হান্নান শেখ নিহত হয় বলে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছেন। পুলিশ ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।
(17)