শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সার্জেন্ট মনসুর।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাদের মধ্যে কনস্টেবল সোহেলও মারা যান। বাকিদের ভুলতায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব-১১ এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার এলাকায় একটি গাড়িতে করে র্যাব সদস্যরা টহল দিচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে টহলগাড়িটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, র্যাব-১১ এর সদস্য সার্জেন্ট মনসুর ঘটনাস্থলে প্রাণ হারান।
(0)