শারদীয় দূর্গা পূজা চলাকালীন সময় উপজেলার খলিলনগর ইউনিয়নের বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় আ.লীগ নেত্রী, সমাজসেবিকা নাসিমা আহম্মেদ। তিনি হাজরাকাঠি গ্রামের বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাসিমা আহম্মেদ খলিলনগর ইউনিয়নের সংরক্ষিত ১, ২, ও ৩ নং ওয়ার্ডে সদস্যা প্রার্থী। নিজ দলীয় নেতৃবৃন্দসহ ইউপি সদস্য শেখ আক্কাচ আলী, গনপূর্ত বিভাগের কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা ছাতলীগ নেতা শেখ তুহিন, এলাকার বিশিষ্ট ব্যক্তি খবির হোসেন, সেকেন্দার আলী, হারুন, প্রহল্লাদ, মিন্টু, সিরাজুল, ইয়াছিন, গোফুর মোড়ল, লুৎফর রহমান ও জামাল শেখসহ শতাধিক লোকজন নিয়ে তিনি হাজরাকাঠি,মহান্দি, নুরুল্লাপুর, ফতেপুর, হরিশ্চন্দ্রকাঠি, গোনালী ও কাটবুনিয়াসহ একাধিক স্থানে অনুষ্ঠিত দূর্গা পূজা মন্ডপ পরিদশন করেন এবং পূজা কমিটির নেতৃবৃন্দর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(4)