ভূয়া অভিযোগে ইউএনও’র ভ্রাম্যমান আদালতে দীর্ঘ দুই মাস কারাবাসের পর দৈনিক নওয়াপাড়া পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি মোঃ শাহিন বিশ্বাস অবশেষে জামিনে মুক্তি পেলেন। পরিকল্পিত ভাবে ইউএনও বিল্লাল হোসেন খান সাংবাদিকদের উপর নির্যাতন শুরু করলে শাহিন বিশ্বাস প্রথমেই তার রোষানলের শিকার হন। বাড়ির পাশে একটি বাল্য বিয়ের বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে শাহিন বিশ্বাসকে জড়িয়ে ইউএনও বিল্লাল হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩ মাস জেল প্রদান করেন। জেল দেওয়ার পর ইউএনও নথিপত্র আদালতে না প্রেরণ করে নিজের হেফাজতে রাখায় শাহিন নিম্ন আদালত থেকে জামিন পায়নি। পরবর্তিতে আদালত নথি তলব করলে ইউএনও যথাযথ আদালতে তা উপস্থাপন করেন। পরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে শাহিন বিশ্বাসের জামিনে মুক্তি হয়। এছাড়া বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি শেখ আব্দুল হামিদ এর বিরুদ্ধে ইউএনও ষড়যন্ত্রমূলক ভাবে দুটি মামলা করিয়েছেন। সাংবাদিক রিংটন মন্ডল এর বিরুদ্ধেও প্রবীন সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাসকে দিয়ে পরিকল্পিত ভাবে অভিযোগ সৃষ্টি করে থানায় পাঠিয়েছেন। সাংবাদিক আঃ আজিজের বিরুদ্ধেও একই ভাবে থানায় অভিযোগ পাঠিয়েছেন ইউএনও বিল্লাল হোসেন। বটিয়াঘাটা উপজেলার প্রবীন সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক এনায়েত আলী বিশ্বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
সাংবাদিক শাহিন বিশ্বাস জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসায় মানুষের মাঝে আনন্দের জোয়র বইছে। যারা পরিকল্পিত ভাবে সাংবাদিকদের বিরুদ্ধে এসব মামলা করেছে এলাকাবাসী তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
রিংটন মন্ডল, বটিয়াঘাটা, খুলনা
(2)