সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফলে অনন্য সাফল্য অর্জনকারী ইউসেপ সোনাডাঙ্গা টেকনিক্যাল স্কুলের কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাস মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ইউসেপ সোনাডাঙ্গা টেকনিক্যাল স্কুল প্রধান জিএম হারুনুর রশীদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবী বীরমুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র বালা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আগস্ট মাস হচ্ছে শোকের মাস। ১৫ আগস্টের জঘন্যতম হত্যাকান্ড সম্পর্কে তিনি শোককে শক্তিতে পরিণত করার কথা বলেন। অধিকার বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষা দীক্ষায় মানুষ করে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুর অবদানের কথা বিশেষ ভাবে স্মরণ করেন। তিনি সামাজিক অন্তর্ভুক্তির উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, কাউকে পিছনে ফেলে নয়, সকলক সাথে নিয়েই আমরা উন্নতি করতে চাই, এটাই কারিগরি শিক্ষার মূলমন্ত্র।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন এক্সিম ব্যাংক শিববাড়ী ব্রাঞ্চের ব্যাবস্থাপক কামরুজ্জামান, ইউসেপ খুলনা অঞ্চলের ব্যাবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক মো: বাবুল হাওলাদারসহ পার্শবর্তী সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকগণ।
অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর ফাউন্ডেশনাল স্কীলস দিলীপ কুমার মল্লিক।
অনুষ্ঠানে এসএসসিতে সাফল্য বয়ে আনা (শতভাগ পাশ) মেধাবী ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
(51)