পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও খুলনা ৬ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ ইঞ্জিঃ জিএম মাহবুবুল আলম।
তিনি বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকের সাথে মতবিনিময় করেন। প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে ও সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগনেতা বিজন বিহারী সরকার, বিভূতি ভূষণ সানা, হেমেশ চন্দ্র মন্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ভূধর চন্দ্র বিশ্বাস, বিবেকানন্দ ধর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুবলীগনেতা আজমীর হোসেন, আশরাফুল ইসলাম রাবু, আল-আমিন, আক্কাজ আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। মতবিনিময় শেষে ইঞ্জিঃ মাহবুবুল আলম এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
(0)