দেশের বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। নির্বাচন কমিশনে এমন অভিযোগ করেছে দলটি। বিকেলে স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে এ অভিযোগ জানায়।
সিইসির সাথে দেখা করেছেন ন্যাশনাল পিপলস পার্টির নেতারাও। এদিকে পৌর নির্বাচনে যাচাই বাছাই শেষে প্রার্থীতা বাতিল হওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আগামীকাল পর্যন্ত আপিল করার সুযোগ পাচ্ছেন।
এর আগে ন্যাশনাল পিপলস পার্টি প্রধান শওকত হোসেন নীলু নেতৃত্বে একটি প্রতিনিধিদলও বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে। এ সময় তারা আসন্ন পৌর নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সেনা মোতায়েনের দাবি জানান।
এদিকে, সারা দেশে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও তাদের আইনজীবীর উপস্থিতিতে যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়। যা চলবে আগামীকাল বুধবার পর্যন্ত। আপিলের তিন দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হবে।
এরইমধ্যে কেউ কেউ ফিরে পেয়েছেন তাদের প্রার্থীতা আবার বাতিলও হয়েছে কারও কারও। এই যেমন মাদারীপুরের শিবচরের খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলার অন্যতম আসামী, বিএনপির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমরে প্রার্থীতা বাতিল করা হয়েছে। সম্পদের হিসাব বিবরণী ও আয়করের হিসাবে গড়মিল থাকায় প্রার্থীতা বাতিল করা হয়।
নির্বাচনীর সব শর্ত পূরণ করলেই প্রার্থীদের বৈধতা দিচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
(2)