রেডক্রসের মুখপাত্র বলেন, নিহত দুই রেডক্রস ত্রাণ কর্মী ইয়েমেনের নাগরিক। বুধবার উত্তর ইয়েমেনের সাদা শহর থেকে রাজধানী সানা যাওয়ার পথে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে নিহত হন দুই রেডক্রস ত্রাণকর্মী। দুটি গাড়িতে করে রেডক্রস কর্মীরা সানা যাচ্ছিলো। গাড়িতে থাকা অন্য দুই রেডক্রস ত্রাণকর্মী অক্ষত অবস্থায় ছিলেন বলে জানিয়েছে রেডক্রস।
এ হামলার দায়দায়িত্ব এখনো পর্যন্ত কেউ শিকার করেনি।
(0)