এবার ঈদুল আযহার আগে শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারবে না ৯১টি তৈরি পোশাক কারখানা।
ঈদের আগে পোষাক শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করতে বৈঠক হয় শ্রমিক মালিক আর সরকারের মাঝে। এমন ই এক বৈঠকে শ্রমপ্রতিমন্ত্রী আশ্বাস দিলেন শুধু বেতন ভাতাই নয় অক্টোবরে মাসের ১৫ দিনের বেতন পরিশোধ করবে তৈরী পোষাক শিল্পের মালিকের।
তবে সবার সামনে মন্ত্রীর এমন কথা সাথে মিল নেই গোয়েন্দা সংস্থার রিপোর্টের। তাদের দাবী ঢাকার প্রায় ৯২টি গার্মেন্টস এবার শ্রমিকদের ঈদ বেতন বোনাস দিতে পারবেনা। অপারগতার এই কথা মালিকেরা জানিয়েছে শ্রম মন্ত্রনালয়কে। শ্রম প্রতিমন্ত্রী জানান সরকার যে কোন অসন্তোষের বিরুদ্ধে কঠোর থাকবে ঈদকে সামনে রেখে।
ইতোমধ্যে বিকেএমইএ র পক্ষ থেকে চিঠি দিয়ে শ্রম মন্ত্রনালয়কে জানিয়ে দেয়া হয়েছে মন্ত্রীর অনুরোধ সত্বেও তাদের বেশিরভাই কারখানাই অক্টোবরের প্রথম ১৫ দিনের বেতন ঈদের আগে দিতে পারবেনা।
(1)