পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ৮৫ স্থানের ২৩টি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। পদ্মার পানি বাড়ায় ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর ও আলফাডাঙ্গার ১০ ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এরইমধ্যে জেলার পানিবন্দি এলাকার তালিকা সংগ্রহ করে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সরকারিভাবে এখন পর্যন্ত ৬৮ মেট্রিক টন চাল ও নগদ একলক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে, নওগাঁর আত্রাই নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে ৩১টি গ্রাম।
(0)