পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা পৌরসভার জিরোপয়েন্ট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদকারী ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, শ্রমিকনেতা শেখ জাহিদুল ইসলাম, শেখ হারুন অর রশিদ হিরো, ব্যবসায়ী শামছুল আরেফিন লাকি, জালাল উদ্দীন, কমলা দাশ ও আব্দুল করিম গাজী।
উল্লেখ্য, গত কয়েক দিনের অভিযানে পৌরসভার জিরোপয়েন্ট এলাকার প্রধান সড়কের দু’পাশের প্রায় অর্ধশতাধিক অবৈধ দখলকৃত ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়। ক্ষতিগ্রস্থ এসব ব্যবসায়ীদের বিকল্প স্থানে পুনর্বাসন করার লক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
(19)