রাজধানীর উত্তরার আলাউদ্দিন মার্কেটে আগুনে একই পরিবারের ৩জনসহ এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
আহত হয়েছেন আরও প্রায় ১৫জন। তাদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় আলাউদ্দিন মার্কেটের লিফটের রশি ছিঁড়ে গেলে তাতে আগুন ধরে যায়।
লিফট ছিঁড়ে নিচতলায় একটি নামাজের ঘরে দেয়াল ভেঙে যায়। এ সময় আহত হন আরও কয়েকজন। পরে মার্কেটের বিভিন্ন দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে ৪ জনকে।
গতকালই ঢাকার কারওয়ান বাজার এলাকায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে টকশো শেষ করে ভবনের লিফটে দুজন মন্ত্রী আটকা পড়েছিলেন।
(1)