তালা প্রতিনিধিঃ তালার বেসরকারি উন্নয়ন সংস্থা- উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সস্থার’র উদ্যোগে যথাযথ ভাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০ পালিত হয়েছে। ইউএনডিপি ও দলিত’র সহযোগীতায় দিবসটি উপলক্ষ্যে (বৃহস্পতিবার) ১০ ডিসেম্বর সকালে হরিঢালী ইউনিয়ন পরিষদ’র সামনে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়।
পরে, একই পরিষদ চত্বরে আলোচনা সভা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র উপদেষ্টা দিলিপ কুমার দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, হরিঢালী ইউনিয়ন পরিষদ’র প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্যা তৃষ্ণা বেগম। প্রোগ্রাম অফিসার জুয়েল সরকার’র পরিচালনায় এসময় অশোক দাস, শাপলা সরকার ও মধুসূদন সহ এলাকার শতাধিক নারী এবং পুরুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে এলাকাবাসীর মাঝে ফলদ ও ওষুধি গাছের চারা বিতরন করা হয়। এরআগে একই সংস্থার উদ্যোগে ৯ ডিসেম্বর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে হরিঢালী ইউনিয়ন ব্যাপী বাইসাইকেল র্যালী ও সচেতনতামূলক মাইকিং করা হয়।
(10)